কিছু দেখব না, কিছু বলব না এবং কিছু শুনব না নামে শান্তিনিকেতনের টেপা পুতুলের এক ধরনের সিরিজ আছে। দেখতে নান্দনিক হলেও কৌশল জানা থাকলে বানানোটা তেমন কঠিন কিছু নয়।
মাদকাসক্তি আর শান্তিনিকেতনের টেপা পুতুলের আপাত সম্পর্ক না থাকলেও একটা জায়গায় কিন্তু ভয়াবহ মিল। যিনি মাদকে আসক্ত হয়েছেন কিংবা তার আশপাশে তার আপনজন যারা আছেন তাঁদের বেশীর ভাগের বেলায় এই দেখব না-শুনব না-বলব নার ক্রমটি অক্ষরে অক্ষরে বাস্তব।
মাদকাসক্তি এমন এক অদ্ভুত ও ভয়ংকর মানসিক রোগ যা নিজের শরীরে ও পরিবারে ঢোকে নিঃশব্দে, গোপনে, আনন্দের ছদ্মবেশে। আজ এখন যে ছেলে বা মেয়েটি জীবনে প্রথমবারের মতো মাদক নিচ্ছে, সে কিন্তু এক মুহূর্তের জন্যও ভাবছে না যে, সে এতে আসক্ত হয়ে উঠতে পারে। সে জন্য দরকার সচেতনতা। মাদকের কুফল জানতে হবে, সচেতন হতে হবে।
লেখক: ডা. মো. রাহেনুল ইসলাম, রেসিডেন্ট সাইক্রিয়াট্রিস্ট, কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র।
সূত্র: প্রথম আলো (১৩ মে ২০২৩)
মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।
হাই-টেক মডার্ণ সাইকিয়াট্রিক হাসপাতাল
প্রধান শাখা: ১১৬, মনিপুরীপাড়া (১ নং গেইট), তেজগাঁও, ফার্মগেট, ঢাকা-১২১৫.
কেরাণীগঞ্জ শাখা: সারা প্যালেস (পুরাতন সিনেমা হলের পাশে), আটি বাজার, কেরানীগঞ্জ, ঢাকা।০১৭১১-৬৬২৭০৯,
০১৬০২-২৬৮৪০৫,
০১৬০২-২৬৮৪০৬অনলাইনে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট করতে এখানে ক্লিক করুন