হাই-টেক মডার্ণ সাইকিয়াট্রিক হাসপাতাল সম্পর্কে…

হাই-টেক মডার্ণ সাইকিয়াট্রিক হাসপাতাল একটি সেবাধর্মী বেসরকারি প্রতিষ্ঠান। ২০০৫ সালে ঢাকা মহানগরীর প্রাণকেন্দ্র ফার্মগেটের মণিপুরীপাড়ায় হাসপাতালটির যাত্রা শুরু হয়। মানসিক রোগের সেবা চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ দীর্ঘ ১৭ বছর পর ২০২২ সালে কেরানীগঞ্জের আটিবাজারে আরেকটি হাসপাতাল নির্মাণ করে আরও বৃহৎ পরিসারে কার্যক্রম শুরু করে।

হাই-টেক মডার্ণ সাইকিয়াট্রিক হাসপাতালে অভিজ্ঞ ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের মাধ্যমে সাইকোথেরাপি ও কাউন্সিল করানো হয়। মানুষের মনের অসুস্থতাকে সুস্থতা দানে স্প্রিচুয়াল ও “রিলিজিয়াস হিলিং” এর বিকল্প নেই তাই অতি যত্ন সহকারে “রিলিজিয়াস হিলিং” করানো হয় এই প্রতিষ্ঠানটিতে।

হাই-টেক মডার্ণ সাইকিয়াট্রিক হাসপাতালের বিশেষ ও ব্যতিক্রমী দিক হচ্ছে অসহায় ও গরিব রোগীদের সম্পূর্ণ বিনে পয়সায় চিকিৎসা প্রদান করা।

বাংলাদেশে মানসিক রোগ বিশেষজ্ঞের সংখ্যা (৩০০জন) অপ্রতুল। সরকারি মানসিক হাসপাতালের সংখ্যা হাতে গোনা যার মাধ্যমে কাঙ্খিত সেবা প্রদান সম্ভব নয় বিধায় বেসরকারি মানসিক হাসপাতাল ও ক্লিনিকের সৃষ্টি হয়েছে। বেসরকারি সেবা প্রতিষ্ঠানগুলো তুলনামূলক মানসম্পন্ন সেবা প্রদান করে ইতোমধ্যে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

হাই-টেক মডার্ণ সাইকিয়াট্রিক হাসপাতাল প্রথম থেকেই বাংলাদেশের প্রথম সারির সিনিয়র মনোরোগ বিশেষজ্ঞদের মাধ্যমে আউটডোর ও ইনডোর সেবা প্রদান করে আসছে যাদের মধ্যে অধ্যাপক নাজিমউদ্দৌলা চৌধুরী, অধ্যাপক সৈয়দ কামাল হোসেন, অধ্যাপক আনোয়ারা বেগম, অধ্যাপক এনায়েত করিম, অধ্যাপক আহসানুল হাবীব, ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদুর রহমান (অব.), ব্রিগেডিয়ার জেনারেল আশফাকুজ্জামান চৌধুরী (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মো.আজিজুল ইসলাম (অব.) এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

হাই-টেক মডার্ণ সাইকিয়াট্রিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন অধ্যাপক ডা. মেজর (অব.) আবদুল ওহাব মিনার।

একনজরে আমাদের সকল সেবা জানতে (ক্লিক করুন)

Main Branch: Hi-Tech Modern Psychiatric Hospital. 116, Monipuripara (1 No Gate), Tejgaon, Farmgate, Dhaka-1215. Keraniganj Branch: Sara Palace (Beside Old Cinema Hall), Ati Bazar, Keraniganj, Dhaka.

Call Us Now at

Call Us Now at

01711-662709, 01602-268405, 01602-268406

Email Us at

Email Us at

modernhospital2014@gmail.com

Twitter
YouTube
LinkedIn
Share
WhatsApp